মায়ের ডাকের তুলির ভাইকে আটকের পর ছেড়ে দিয়েছে সেনা সদস্যরা

৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২২ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৫ PM
সাইফুল ইসলাম শ্যামল

সাইফুল ইসলাম শ্যামল © সংগৃহীত

গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক এর আহ্বায়ক সানজিদা ইসলাম তুলির বড়ভাই সাইফুল ইসলাম শ্যামলকে তুলে নেওয়ার কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিয়েছে সেনাবাহিনী।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে রাজধানী ঢাকার শাহীনবাগের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায় সেনাবাহিনীর একটি দল।

বিকাল ৫টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী।

তিনি বলেন, তার বিরুদ্ধে এলাকাবাসী রিপোর্ট করেছিল চাঁদাবাজি ও অস্ত্রবাজির। যৌথ বাহিনীর অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী তাকে আটক করে। তাকে যৌথ বাহিনীর ক্যাম্পে রাখা হয়। তাকে বিকাল ৫টার দিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান আইএসপিআর পরিচালক।

স্থানীয়রা বলছেন, ছোটভাই সাজেদুল ইসলাম সুমন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও শ্যামল কোনও রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নন। সুমন দলীয় রাজনীতিতে সক্রিয় থাকার সময় এলাকায় এই পরিবারের ব্যাপক আধিপত্য ছিল।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে দেখা করে গুমের সব ঘটনার বিচার চান মায়ের ডাকের আহ্বায়ক তুলি। একই দাবিতে নিয়মিত কর্মসূচি পালন করছে মায়ের ডাক।

 

নতুন বছরের ফিটনেস চ্যালেঞ্জ: নিজেকে কষ্ট না দিয়ে সারাবছর ফি…
  • ০১ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে বসুন্ধরা গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ০১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল
  • ০১ জানুয়ারি ২০২৬
নিরাপদ পানি নাগরিকের মৌলিক অধিকার: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়
  • ০১ জানুয়ারি ২০২৬
শর্ত শিথিলের উদ্যোগ, কপাল খুলছে আবেদন বাতিল হওয়া কারিগরি শি…
  • ০১ জানুয়ারি ২০২৬
সবার জন্য উন্মুক্ত হলো জিয়া উদ্যান
  • ০১ জানুয়ারি ২০২৬