আইবিসিএফের চেয়ারম্যান হলেন মোহাম্মদ আবদুল মান্নান

২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৪ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১৩ PM
মোহাম্মদ আবদুল মান্নান

মোহাম্মদ আবদুল মান্নান © টিডিসি ফটো

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ারকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করে আইবিসিএফের নতুন কমিটি হয়েছে। 

রবিবার (২২ সেপ্টেম্বর) আইবিসিএফের ভাইস চেয়ারম্যান এ কে এম নূরুল ফজল বুলবুলের সভাপতিত্বে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর সভাকক্ষে অনুষ্ঠিত ৬৪তম সভায় এ কমিটি গঠিত হয়। সভায় ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমদ ও এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক এ কে এম নূরুল ফজল বুলবুলকে উপদেষ্টা করা হয়।

আইবিসিএফ টাস্ক কমিটির চেয়ারম্যান হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশের (পিএলসি) ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা এবং কো-চেয়ারম্যান হিসেবে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন ও শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ দায়িত্ব পেয়েছেন। এছাড়া গ্লোবাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খলিফা আইবিসিএফেরন অনারারি সেক্রেটারির দায়িত্ব পালন করবেন।

সভায় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ইসলামী ব্যাংকগুলোর অতীত গৌরবোজ্জ্বল ভূমিকা স্মরণ এবং সাম্প্রতিক তারল্য সংকট সৃষ্টির কারণ পর্যালোচনা করা হয়। ইসলামী ব্যাংকগুলোর প্রতি দেশের বিপুলসংখ্যক গ্রাহকের দৃঢ় আস্থার কথা স্মরণ করা হয়। সেই আস্থা দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। বিভিন্ন বাংকের সাম্প্রতিক তারল্য সংকট নিরসনে বাংলাদেশ ব্যাংকের ইতিবাচক পদক্ষেপকে ইসলামী ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা স্বাগত জানান।

সভায় ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, যমুনা ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুর রহমান সরকার, এক্সিম ব্যাংকের পরিচালক মো. নুরুল আমিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ (চলতি দায়িত্ব), আল আরাফাহ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক এস এম ইকবাল হোসাইন এবং আইবিসিএফ-এর সহকারী সচিব জাহাঙ্গীর আলম ছাড়াও বিভিন্ন সদস্যভুক্ত ব্যাংকের নির্বাহীরা অংশগ্রহণ করেন। 

৩০০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করল ইসি
  • ২১ জানুয়ারি ২০২৬
১২ তারিখে ভোট হবে কি না—এ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: তথ্য উপদেষ…
  • ২১ জানুয়ারি ২০২৬
আমরা গণভোটে ‘না’ ভোট দেব, জনগনকেও উদ্বুদ্ধ করব: জিএম কাদের
  • ২১ জানুয়ারি ২০২৬
পে স্কেল বাস্তবায়নে প্রয়োজন ৮০ হাজার কোটি টাকা, বরাদ্দ আছে …
  • ২১ জানুয়ারি ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি, শোকজ ৩
  • ২১ জানুয়ারি ২০২৬
সিলেটে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ১১ প্রার্থী
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9