গাজীপুরে বেক্সিমকো গ্রুপের পোশাক কারখানায় আগুন

বেক্সিমকো গ্রুপের পোশাক কারখানায় আগুন
বেক্সিমকো গ্রুপের পোশাক কারখানায় আগুন   © সংগৃহীত

গাজীপুরের বেক্সিমকো গ্রুপের পোশাক তৈরিকারক প্রতিষ্ঠান বিগবস কারখানার একটি গুদামে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, একদল বিক্ষুব্ধ শ্রমিক গোডাউনে আগুন ধরিয়ে দেয়। পরে তারা লাঠিসোঁটা নিয়ে কারখানার আশেপাশে অবস্থান নেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদেরকেও তাড়িয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো কারখানার কয়েক হাজার শ্রমিক আন্দোলন শুরু করে। একপর্যায়ে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে রাখে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘বিগবস নামে একটি কারখানার গুদামে আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে যায়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা আমাদের একটি গাড়ি ভাঙচুর করলে কর্মীরা চলে আসে। পরে আমরা সেনাবাহিনীর সহায়তা চেয়েছি।’


সর্বশেষ সংবাদ