আবারও বিএসএফের গুলিতে জয়ন্ত নামে বাংলাদেশী কিশোর নিহত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৯ AM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০ PM
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ধানতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শ্রী জয়ন্ত নামে (১৫) এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন। নিহত জয়ন্ত লাহীড়ি ধনতলা ইউনিয়নের বটতলী গ্রামের মহাদেবের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ধনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর কুমার চট্টোপাধ্যায়।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে বালিয়াডাঙ্গী উপজেলা ধনতলা সীমান্তের ৩৯৩নং পিলার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনরা অভিযোগ করেন, গুলি করে জয়ন্ত’র মরদেহ বিএসএফ নিয়ে গেছে। সীমান্তে এমন বিএসএফের বর্বরতম হত্যাকান্ডের ঘটনায় উদ্বিগ্ন সীমান্তে বসবাসরত ব্যক্তিরা।
এবিষয়ে সহকারী পরিচালক, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এডি মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী কাছে জানতে চাইলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাস কে জানান তিনি এখনও সীমান্তে জয়ন্ত হত্যার বিষয়ে অবগত নয়।