বিটিআরসির ও বিসিএসআইআরের চেয়ারম্যানদের চুক্তি বাতিল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১১:৫২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৪, ১২:৪০ AM
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান এবং বাংলাদেশের লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
সোমবার (১৯ আগস্ট) তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. মো. আমিনুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।