২৪ ঘণ্টার মধ্যে গুমের সাথে জড়িতদের গ্রেপ্তারের আল্টিমেটাম

  © সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুম হওয়া ব্যক্তিদের ফিরে পাওয়ার দাবিতে ভুক্তভোগী পরিবারের সংগঠন 'মায়ের ডাক' এর উদ্যােগে আয়োজিত মানববন্ধনে গুমের সাথে জড়িত জিয়াউল হাসান, তারেক সিদ্দিকীসহ অন্যান্য অফিসারদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার আল্টিমেটাম দেওয়া হয়েছে। বুধবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মায়ের ডাক-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেন, অন্তবর্তীকালীন সরকার গঠনের ৬ দিন পেরিয়ে গেলেও মাত্র ৩ জনকে আয়নাঘর থেকে বের করা হয়েছে। কিন্তু বাকি গুম হওয়া কারো খোঁজ এখনও মেলেনি।

তুলি বলেন, আমি ১২ বছর আগে আমার ভাইকে গুম করায় আমার পরিবারসহ সবাইকে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছি। গত ১১ বছর রাস্তায় আছি এই আশা নিয়ে, দেশ স্বাধীন হওয়ার পরে আমরা আমার ভাইসহ গুম হয়ে যাওয়া সবাইকে ফেরত পাবো।

গুমের সাথে জড়িত কর্মকর্তাদের কাছ থেকে গুম হওয়া ব্যক্তিদের তথ্য নিয়ে, তাদেরকে মুক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয় মানববন্ধনে।


সর্বশেষ সংবাদ