গণভবনের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, যেভাবে উদ্ধার হলো ৮ লাখ টাকা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ১২:১৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৪, ১২:২৪ PM
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে লুট হওয়া আট লাখ টাকাসহ একটি সিন্দুক উদ্ধার হয়েছে। সোমবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার রায়ের বাজার বটতলা থেকে সিন্দুকটি উদ্ধার হয়। গত ৫ আগস্ট এগুলো লুট করা হয়েছিল।
র্যাবের একটি দায়িত্বশীল সূত্র মঙ্গলবার (১৪ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। র্যাব জানিয়েছে, গণভবন থেকে কয়েকজন সিন্দুকটি নিয়ে যান। তাঁদের একজন কিছু টাকা নিয়ে গ্রামে চলে যান। বাকি টাকা একজনের কাছে ছিল।
এ টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব দেখা দিলে একজন ফোন করে সেনাবাহিনীকে জানান। খবর পেয়ে সেনাবাহিনী ও র্যাব-২ রায়ের বাজারের একটি বাড়ি থেকে ৮ লাখ টাকা উদ্ধার করে।
আরো পড়ুন: রেজিস্ট্যান্স উইকে চার দাবিতে আজ যেসব কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান। এ সময় বিক্ষুব্ধ জনতা গণভবনে হামলা ও লুটপাট করেন। তারা টাকা, আসবাবপত্র, শাড়ি-গয়না, হাঁস-মুরগিসহ বিভিন্ন সামগ্রী লুট করেন।