রংপুরের পুলিশ কমিশনার ও ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

  © সংগৃহীত

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। একই সঙ্গে রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেনকেও অবসরে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী ‘জনস্বার্থে’ তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা বলা হয়েছে আদেশে।

ওই ধারায় বলা আছে, “কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ (পঁচিশ) বৎসর পূর্ণ হইবার পর যে কোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করিলে কোনোরূপ কারণ না দর্শাইয়া তাহাকে চাকরি হইতে অবসর প্রদান করিতে পারিবে।”

ডিআইজি পদমর্যাদার ১৮তম বিসিএসের কর্মকর্তা মনিরুজ্জামান এর আগে ঢাকা মহানগর পুলিশসহ বিভিন্ন জায়গায় কাজ করেছেন। আর ১৭তম বিসিএসের কর্মকর্তা বাতেন এর আগে রাজশাহী রেঞ্জ, ঢাকা মহানগর পুলিশসহ বিভিন্ন স্থানে নানা দায়িত্ব পালন করেছেন।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই দুপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়াধায়ি হয়। তখন পুলিশের সঙ্গেও সংঘর্ষ বাধে শিক্ষার্থীদের। তাতে রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাঈদসহ বেশ কয়েক শিক্ষার্থী ও পুলিশ আহত হয়।

আহতদের রংপুর মেডিকেল কলেজে নেওয়া হলে গুলিবিদ্ধ আবু সাঈদের মৃত্যু আগেই হয়েছে বলে জানান চিকিৎসকরা। তার মৃত্যুর ঘটনা ঘিরে কোটা সংস্কার আন্দোলন আরও গতি পায়, ওই আন্দোলনের সূত্র ধরে শেখ হাসিনা সরকারের পতন ঘটে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence