ডিএমপির সব ফোর্সকে ছুটি দেওয়ার বিষয়টি গুজব: পুলিশ সদর দপ্তর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৯:৪৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫০ AM
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সব ফোর্সকে ছুটি দেওয়া হয়েছে এমন তথ্য গুজব বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর। আজ মঙ্গলবার (৬ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, ডিএমপির সব ফোর্সকে ছুটি দেওয়া হয়েছে মর্মে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদটি সঠিক নয়।
এদিকে রাজধানীর যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, আদাবর, মিরপুরসহ বেশিরভাগ থানা ভাঙচুর-অগ্নিসংযোগ, অস্ত্র লুটপাট করা হয়েছে। পুলিশের অধিকাংশ গাড়ি ভাংচুর ও আগুন দেওয়া হয়েছে।