কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলায় ৩০ জন আহত, ২ জন গুলিবিদ্ধ

  © সংগৃহীত

কুমিল্লায় বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে কুমিল্লা নগরীর পুলিশ লাইনস এলাকায় এই ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা শনিবার সকাল ১০টার দিকে কুমিল্লা জিলা স্কুলের সামনে গণমিছিল পালন করতে আসে। এসময় মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা নিউমার্কেট সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ফৌজদারি হয়ে পুলিশ লাইনসের দিকে গেলে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইটপাটকেল ও গুলিবর্ষণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আওয়ামী লীগের হামলায় আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা ছুটতে থাকে। অনেক নারী শিক্ষার্থী পুলিশ লাইনসের ভেতর আশ্রয় নেয়। পরে তাদের পুলিশ ভ্যানে করে ওই এলাকা থেকে উদ্ধার করা হয়। আহত শিক্ষার্থীদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ দুই শিক্ষার্থীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence