রাজধানীতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

৩০ জুলাই ২০২৪, ১২:০৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৬ AM
কামাল হোসেন

কামাল হোসেন © ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম কামাল হোসেন (৩৬)। তিনি ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।

একই ওয়ার্ডের যুবলীগ কর্মী অভি জানান, কাঁটাসুর এলাকায় সড়কের পাশে বসে মোবাইলে লুডু খেলছিলেন কামাল হোসেন। সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ বেশ কয়েকজন তরুণ ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ভাষ্য, সোমবার রাত ৯টার দিকে কাঁটাসুর এলাকায় দুর্বৃত্তরা কামাল আহমেদ নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন। 

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান জানান, কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে, তা জানার জন্য তদন্ত চলছে। মোহাম্মদপুর থানার ওসি দীপক চন্দ্র জানান, হত্যাকান্ডটি পূর্ব শত্রুতার জের ধরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্তে বিস্তারিত জানা যাবে। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আ. লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকারে ৩ এসআই আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬
রাস্তায় মরা ইঁদুর ফেলা নিয়ে দোকানী-শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৭
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ থেকে শুরু কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড
  • ২৬ জানুয়ারি ২০২৬
সোমবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট বন্ধ
  • ২৬ জানুয়ারি ২০২৬
হাজারো স্বপ্নবাজের আগমনে বর্ণিল সাজে সজ্জিত হাবিপ্রবি 
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৬ জানুয়ারি ২০২৬