তিস্তা প্রকল্পের কাজ কে পাচ্ছে, সে সিদ্ধান্ত বাংলাদেশের: চীনা রাষ্ট্রদূত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৬:০৬ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৪, ০৬:১২ PM
তিস্তা প্রকল্পের কাজ কোন দেশ পাচ্ছে সে সিদ্ধান্ত বাংলাদেশই নেবে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ ক্ষেত্রে বেইজিং ঢাকার যেকোনো সিদ্ধান্তেইবাংলাদেশের নদী সুতরাং এই নদী পাড়ে কি হবে, সেই সিদ্ধান্ত বাংলাদেশই নেবে। সম্মান জানাবে বলে মত দেন তিনি। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিকাবের এক সংলাপ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
চীনা রাষ্ট্রদূত বলেন, ‘এটি (তিস্তা) চীন এ ধরনের যে কোনো সিদ্ধান্তকে সম্মান করবে।’
তিস্তা নদীকে ঘিরে নেওয়া মহাপরিকল্পনা বাস্তবায়নে যৌথ সমীক্ষা করেছে চীন। তবে এখন ভারতের আর্থিক সহায়তা প্রস্তাবে বেশি আগ্রহ বাংলাদেশের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক দিল্লি সফর শেষে সেই বার্তাই দিচ্ছে সরকার। অন্যদিকে প্রধানমন্ত্রীর আসন্ন বেইজিং সফর সামনে রেখে আবারও আলোচনায় এসেছে তিস্তা প্রকল্প। আগামী ৮ জুন চারদিনের সফরে বেইজিং যাচ্ছেন সরকার প্রধান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর এটিই তাঁর প্রথম চীন সফর।
প্রধানমন্ত্রীর এ সফরে চীনের সঙ্গে বেশ কয়েকটি সমঝোতা স্মারকে সই হতে পারে। তবে আলোচ্যসূচিতে তিস্তা থাকছে কিনা, তা স্পষ্ট করেনি ঢাকা। গত ২ জুলাই পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, তিস্তা উন্নয়ন প্রকল্প নিয়ে কোনো আলোচনা হবে কি না তা চূড়ান্ত হয়নি।
তিস্তা প্রকল্পে দিল্লির যুক্ত হওয়াকে বেইজিং কীভাবে দেখছে সেই প্রশ্ন করা হলে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের জানান, তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে প্রস্তাব দিয়েছে চীন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ।ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশ সরকারের প্রস্তাবে তিস্তা প্রকল্প নিয়ে আমরা কাজ করেছি। তবে এ প্রকল্প বাস্তবায়ন কে করবে, তা বাংলাদেশ সরকারই সিদ্ধান্ত নেবে। আমরা চাই, এ প্রকল্প দ্রুত বাস্তবায়ন হোক, কারণ এটি উত্তরাঞ্চলের মানুষের জন্যই প্রয়োজন। প্রকল্পটি নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তাই এ সংক্রান্ত যে কোন সিদ্ধান্তকেই সম্মান জানাবে চীন।’
ভারতের সঙ্গে যৌথভাবে তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন আগ্রহী কি না এ প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে রাষ্ট্রদূত জানান, চীন প্রস্তুত। তবে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই।