সেহরির সময় ফাঁস নিলেন চট্টগ্রাম সিটি কলেজ ছাত্র সাজ্জাত
- নেত্রকোনা প্রতিনিধি
- প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪, ১০:৫৪ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১১:৫৭ AM
নেত্রকোণার কেন্দুয়ায় এক দিনের ব্যবধানে সাজ্জাত (২৬) ও হাশেম (৩০) নামের দুইজন আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) আনুমানিক সেহেরী সময় ঘরের ভেতরে কাঠের পাইড়ের সাথে কারেন্টের তার গলায় জড়িয়ে আত্মহত্যা করেন সাজ্জাত ও হাশেম ফাঁসিতে ঝুলিয়ে আত্নহত্যা করেন বলে জানা গেছে।
সাজ্জাত উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রাম নিবাসী বকুল মিয়ার ছেলে। তিনি চট্টগ্রাম সিটি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। এছাড়াও হাশেম মোজাফরপুর ইউনিয়নের গগডা ভূইয়া পাড়া নিবাসী ফজলুর রহমানের ছেলে। তিনি সাবেক বিজিবি সদস্য ছিলেন।
কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক এনামুল হক পিপিএম জানান, নিহত সাজ্জাতের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে নিহত হাশেমের লাশ থানা হেফাজতে রাখা হয়েছে এবং আগামীকাল বুধবার ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।