এখনও যেভাবে পেতে পারেন ট্রেনের টিকেট

০৫ এপ্রিল ২০২৪, ০৩:৪৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৬ PM
ট্রেন ও ট্রেনের টিকেট

ট্রেন ও ট্রেনের টিকেট © ফাইল ছবি

দেশে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ অথবা ১১ এপ্রিল উদাযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। ইতোমধ্যে ট্রেনের আগাম টিকেট বিক্রি শেষ হয়েছে। তবে এখনো টিকেট পাওয়া যাচ্ছে। এজন্য বিশেষ প্রস্তুতিও নিতে হবে যাত্রীদের।

রেলওয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, ঈদে সাধারণ যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে প্রতিটি ট্রেনের সঙ্গে অতিরিক্ত বগি যুক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। এই বগিগুলোর টিকেট ট্রেন ছাড়ার ১২ ঘণ্টা পূর্বে অনলাইনে পাওয়া যাবে। অর্থাৎ ট্রেন ছাড়ার সময় যদি রাত ৮টা হয় তাহলে সেই ট্রেনের টিকেট সকাল ৮টায় অনলাইনে পাওয়া যাবে। তবে টিকেট ছাড়ার ২ থেকে ৩ মিনিটের মধ্যে টিকেট কাটতে হবে। না হলে টিকেট পাওয়া যাবে না।

এর আগে গত ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। টিকেট বিক্রি শেষ হয়েছে গত ৩০ মার্চ। প্রতিটি ট্রেনে যোগ করা অতিরিক্ত বগির টিকেট অনলাইনে এখনো বিক্রি হচ্ছে। এজন্য বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।

অনলাইনে মোবাইল কিংবা ল্যাপটপের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে (https://eticket.railway.gov.bd) সেখান থেকে খুব সহজেই ট্রেনের টিকিট কাটা যাবে।

এছাড়াও রেল সেবা অ্যাপ মোবাইলের প্লে-স্টোর থেকে ডাউনলোড করে সেখান থেকে রেজিস্ট্রেশন করে অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট কাটা যাবে। সেখানে আপনি খুব সহজেই বিকাশ নগদ অথবা ব্যাংকের মাধ্যমে টিকিটের টাকা পরিশোধ করতে পারবেন। 

অনলাইনে ট্রেনের টিকিট কাটার পদ্ধতি-

* ঘরে বসে অনলাইনে টিকিট কাটার জন্য আপনার একটি স্মার্ট ফোন অথবা একটি কম্পিউটার বা ল্যাপটপ প্রয়োজন হবে সেখান থেকে খুব সহজেই ইন্টারনেট ব্যবহার করে টিকিট কাটতে পারবেন।

* ডিভাইসটি নেওয়ার পর কোন একটি ব্রাউজারে ঢুকবেন তারপর রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবেন। আপনি চাইলে প্লে-স্টোর থেকে রেল সেবা অ্যাপ ডাউনলোড করতে পারেন। ওয়েবসাইট অথবা অ্যাপের মধ্যে ঢুকে রেজিস্ট্রেশন করে নিন।

* বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের ওয়েবসাইট অথবা অ্যাপসে আপনাদের এন আই ডি ইমেইল নম্বর ফোন নম্বর ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করে একটি একাউন্ট তৈরি করতে হবে।

* “Purchase Ticket” এই অপশনটিতে ক্লিক করার পর আপনাকে চারটি বিষয় ফোন করতে হবে বিষয়গুলো আপনার যাত্রা শুরু জায়গার নাম, আপনি কোন তারিখে যাত্রা করতে চান, এবং আপনি কোন ধরনের সিট নিবেন এবং কতটি সেট নিবেন এই তথ্যগুলো পূরণ করুন।

* এবার আপনি দেখতে পাবেন বিভিন্ন রকমের ট্রেন কোন তারিখে কখন আপনার ওই স্টেশন থেকে ছাড়বে সেগুলোর একটি লিস্ট দেওয়া থাকবে আপনি আপনার পছন্দ অনুযায়ী ট্রেন সিলেক্ট করুন এবং সিট নির্বাচন করুন আপনি কোন ধরনের সিট নিতে চান।

* ট্রেনের টিকিটের মূল্য পরিশোধ করার জন্য আপনাকে বিকাশ, রকেট ডাচ বাংলা এজেন্ট ব্যাংক এবং ভিসা কার্ড ব্যবহার করতে পারেন। আপনার ট্রেনের টিকিট কাটা হয়ে গেলে ট্রেনের টিকিট কাটা হয়ে গেলে অবশ্যই টিকিটটি ডাউনলোড করে রাখবেন। এবং যাত্রা শুরুর সময় টিকিটের একটি কপি আপনার কাছে রাখবেন।

ট্যাগ: জাতীয়
তুমি স্টাফ বাসে আর আসবা না, লোকাল বাসে ভাড়া দিয়ে আসবা
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় ম…
  • ১২ জানুয়ারি ২০২৬
সড়ক থেকে উদ্ধার হওয়া শিশু আয়েশা দাদির জিম্মায়
  • ১২ জানুয়ারি ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের প্রশ্নফাঁস ইস্যু, সমাধানে ৫ করণীয় জানালেন এনসিপি…
  • ১২ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনে বিএনপি-জামায়াতের ভোটের ব্যবধান হবে ১.১ শতাংশ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9