বেইলি রোডে অগ্নিকাণ্ড: নিহতদের মধ্যে ২৭ জনের পরিচয় শনাক্ত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ১২:০৭ PM , আপডেট: ০১ মার্চ ২০২৪, ১২:২১ PM
রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে লাগা আগুনে এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন। তাদের মধ্যে ৩৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরিচয় শনাক্ত হয়েছে ২৭ জনের। শুক্রবার (১ মার্চ) সকাল ৯টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এসব মরদেহ হস্তান্তর করা হয়।
ঢামেকের সামনে থাকা ঢাকা জেলা প্রশাসনের তথ্য ও সহায়তা কেন্দ্র থেকে জানানো হয়, সকাল ১০টা পর্যন্ত ২৯টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত নিহত ২৭ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম হেদায়েতুল ইসলাম এসব নিশ্চিত করেছেন।
শনাক্ত ২৭ জনের মধ্যে রয়েছেন: ব্রাহ্মণবাড়িয়ার মৃত মো. জহিরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৫), ঢাকার বংশালের মো. মোসলেমের ছেলে মো. নুরুল ইসলা, ঢাকার প্রাণ নাথ রায়ের মেয়ে পপি রায় (৩৩), ঢাকার যাত্রাবাড়ির শিপন পোদ্দারের মেয়ে সম্পূর্ণা পোদ্দার (১২), কুমিল্লার এম এ এইচ গোলাম মহিউদ্দিনের মেয়ে জান্নাতিন তাজরিন, ঢাকার পুরান পল্টনের মো. আলীর মেয়ে নাজিয়া আক্তার (৩১), ঢাকার পুরান পল্টনের সায়েক আহমেদের ছেলে আরহান মোস্তাক আহমেদ (৪৬), ঢাকার মতিঝিলের কবির খানের ছোট মেয়ে মাইশা কবির মাহি (২১), বড় মেয়ে মেহেরা কবির দোলা (২৯), ঢাকার মতিঝিলের জয়ন্ত কুমার পোদ্দারের স্ত্রী পম্পা সাহা (৪৭)।
আরও পড়ুন: চাকরির তিন বছর পূর্তিতে ট্রিট, বোনসহ পুড়ে মারা গেলেন স্টামফোর্ডের সাবেক ছাত্রী দোলা
এছাড়াও মাদারীপুরের জাকির শিকদারের ছেলে মো. জিহাদ হোসেন (২২), মৌলভীবাজারের ফজলুর রহমানে ছেলে আতাউর রহমান শামীম (৬৩), যশোরের মো. কবির হোসেনের ছেলে মো কামরুল হাবিব রকি (২০), টাঙ্গাইলের মোয়াজ্জেম মিয়ার ছেলে মেহেদী হাসান (২৭), কুমিল্লার লালমাইয়ের কোরবান আলীর মেয়ে ফৌজিয়া আফরিন রিয়া (২২), কুমিল্লা সদরের আব্দুল কুদ্দুসের মেয়ে নুসরাত জাহান মিশু (১৯), ঢাকার হাতিরঝিলের সৈয়দ মোবারকের মেয়ে ফাতিমাতুজ জোহরা (১৬), মোবারক হোসেনের ছেলের সৈয়দ আবুদল্লাহ (৮), একই পরিবারের মুন্সি বাহারউদ্দিনের মেয়ে স্বপ্না আক্তার, মুন্সিগঞ্জের মো আওলাদ হোসেনের মেয়ে জারিম তাসনিম প্রিয়তি (২০)।
নারায়ণগঞ্জের মো. আমজাদ হোসেনের ছেলে শান্ত হোসেন (২৩, ভোলার মইনুল হকের ছেলে দিদারুল হক (২৩), ঢাকা হাতিরঝিলের সৈয়দ আবুল কাশেমের ছেলে সৈয়দ মোবারক (৪৮), হবিগঞ্জর উত্তর কুমার রায়ের স্ত্রী রুবি রায় (৪৮), একই পরিবারের প্রিয়াংকা রায় (১৮), ঝালকাঠির তুষার হাওয়ালদার (২৬) এবং ঢাকা শান্তিনগরের ইসমাইল গাজীর ছেলে জুয়েল গাজীর (৩০) পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করতে পেরেছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: মৃতের সংখ্যা বেড়ে ৪৬, দগ্ধরা শঙ্কামুক্ত নন
এর আগে বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত বহুতল ভবনে আগুন লাগে। এতে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বেইলি রোডের যে ভবনে আগুন লেগেছে, সেটি সাততলা। ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের খাবারের দোকান রয়েছে। তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছাড়া ওপরের তলাগুলোতেও ছিল খাবারের দোকান। ওই ভবনটিতে পিৎজা ইন, স্ট্রিট ওভেন, খানাসসহ আরও রেস্টুরেন্ট রয়েছে। এছাড়া ইলিয়েন, ক্লোজেস্ট ক্লাউডসহ জনপ্রিয় বিপণিবিতানও ছিল একই ভবনে।