সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু

২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০১ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
অনুষ্ঠানে অতিথিবৃন্দ

অনুষ্ঠানে অতিথিবৃন্দ © টিডিসি ফটো

“নতুন ধানে, নতুন প্রাণে চলো মাতি পিঠার ঘ্রানে” এই ¯শ্লোগানে সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দুই দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক  মো. আশরাফুজ্জামান আশু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতির হস্তক্ষেপ নেই। আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি হয়েছে আপনারা হয়তো জানেন না; আমি জানি। গত ১০ বছরে সব প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। এগুলো নিয়ে কাজ করতে গেলে বাঁধা আসে। যত বাধাই আসুক, আমি প্রতিষ্ঠানগুলোকে ভালো জায়গায় নিয়ে যাব।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একেএম গোলাম আজমে’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আসাদুজ্জামান বাবু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুর রহমান বাবু, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক মো. কামাল উদ্দিন, পরিচালক আলাউদ্দীন ফারুকী প্রিন্স, পরিচালক বাহাউদ্দীন ফারুকী, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক কমল বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন, প্রভাষক শরিফুল ইসলাম সহ স্কুল ম্যানেজিং কমিটির কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীরা।

পা পুলি, পাটি সাপটা, পাতা, নকশিসহ ৪০টি বাহারি নামের পিঠার স্টল দেওয়া হয়েছে মেলায়।  মেলায় সব বয়সের মানুষ অংশগ্রহণ করেন। ফলে মেলা প্রাঙ্গনে তৈরি হয় উৎসবের আমেজ। মেলায় সংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। 

মেলার আয়োজকরা জানান, পিঠা উৎসবে শিশুসহ সবাইকে হরেক রকম পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই মেলার আয়োজন। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক সাইদুর রহমান।

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের ভর্তি পরীক্ষার ফল জানা য…
  • ২০ জানুয়ারি ২০২৬
অস্ত্র ছিনিয়ে নিয়ে র‍্যাব কর্মকর্তার পায়ে গুলি, এরপর পিটিয়ে…
  • ২০ জানুয়ারি ২০২৬
মিরসরাইয়ে মোটরসাইকেলকে লরির ধাক্কায় সবজি ব্যবসায়ী নিহত 
  • ২০ জানুয়ারি ২০২৬
শামীম ওসমানের পক্ষে নির্বাচন করে বহিষ্কৃত সেই নেতাকে দলে ফে…
  • ২০ জানুয়ারি ২০২৬
ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার
  • ২০ জানুয়ারি ২০২৬
২১৫ আসনে নির্বাচন করবে জামায়াত ইসলামী
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9