বিশ্ববিদ্যালয়গুলোতে সংঘর্ষ ও যৌন হয়রানিতে জড়িতদের ছাড় দেয়া হবে না: শিক্ষামন্ত্রী

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, যৌন হয়রানির বিষয়ে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা নিতে উপাচার্যদের বলা হয়েছে। এর বাইরে অপরাধ সংগঠিত হওয়ার প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়গুলোতে সংঘর্ষ ও যৌন হয়রানির ঘটনায় জড়িতদের ছাড় দেয়া হবে না। রবিবার (১৮ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের ইউজিসি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীল হয়ে উঠেছে। এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পর বিভিন্নপক্ষ আমার নাম ব্যবহার করছে, এটা বিব্রতকর। এ অবস্থায় উপাচার্যদের বলতে চাই সংঘর্ষ ও অস্থিতিশীলতায় যারা জড়িত, তাদের যেন ছাড় না দেয়া হয়।

তিনি আরও বলেন , ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিতে নির্দেশ দিয়েছেন। যারা পরিবেশ বিনষ্ট করে অচলাবস্থা সৃষ্টির চেষ্টা করবে, তাদের প্রতি জিরো টলারেন্স দেখাতে বলেছেন প্রধানমন্ত্রী।’ ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সৃষ্ট সমস্যার সমাধানে উপাচার্যদের কঠোর হওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষের পেছনে ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীরা রয়েছেন বলেও মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী। এ অবস্থায় ছাত্রত্ব শেষে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার বিষয়টি নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন তিনি।

বিএনপির ২১ নেতাকে সব পদ থেকে বহিষ্কার
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘নিরাপত্তা ইস্যুতে’ আগের ফেসবুক পেজ বন্ধ করল র‌্যাব, নতুন প…
  • ২৭ জানুয়ারি ২০২৬
সকালে ঘুম থেকে উঠেই পানি খাওয়ার অভ্যাস কতটা স্বাস্থ্যকর?
  • ২৭ জানুয়ারি ২০২৬
ইলন মাস্কের ‘গ্রকিপিডিয়া’র তথ্য দেখাচ্ছে চ্যাটজিপিটির উত্তরে
  • ২৭ জানুয়ারি ২০২৬
গণভোট নিয়ে সরকারি প্রচারণার পরেও মানুষ কতটা বুঝতে পারছে?
  • ২৭ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণায় সব ব্যাংক শাখায় ব্যানার ট…
  • ২৭ জানুয়ারি ২০২৬