শিক্ষকরা স্কুলে যেন টাইম টু টাইম উপস্থিত থাকেন: চুন্নু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
জাতীয় সংসদের বিরোধীদলের চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, শিক্ষকরা স্কুলে যেন টাইম টু টাইম উপস্থিত থাকেন সেদিকে নজর রাখতে হবে। পড়াশোনা ঠিকঠাক করছে কিনা- সেদিকে নজর দিতে হবে, খেলাধুলায় এদেরকে সুযোগ করে দিতে হবে।
তিনি বলেন, ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ, এরা একদিন রাষ্ট্র চালাবে তাই এদিকটা নজর দিতে হবে।
কিশোরগঞ্জ তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক ও নবীনবরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় চুন্নু এসব কথা বলেন। পরে তিনি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিদ্যালয় মাঠে শনিবার ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন- আমিরুল ইসলাম খান বাবলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহিন, সদর চেয়ারম্যান নওশাদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির।
সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে।