দীপু মনি-পাপন-নওফেল-আরাফাত, কে কোন মন্ত্রী?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ০৮:০৬ PM , আপডেট: ১১ জানুয়ারি ২০২৪, ০৮:১৯ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শপথগ্রহণ করেছেন মন্ত্রিসভার ৩৬ জন সদস্য। আজ বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছ থেকে তারা এ শপথ গ্রহণ করেন। ফলে টানা চতুর্থবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আওয়ামী লীগ।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন গতকাল সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীর নাম উল্লেখ করা হয়। এরপরই আজ বৃহস্পতিবার সকল সদস্যদের মন্ত্রণালয় বণ্টন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগের মন্ত্রিসভায় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা চাঁদপুর-৩ আসন থেকে নির্বাচিত ডা. দীপু মনিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে আগের মন্ত্রিসভায় শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্বে থাকা চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত মহিবুল হাসান চৌধুরী নওফেল এবার একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করা হয়েছে।
মন্ত্রিসভায় বিসিবি সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত নাজমুল হাসান যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা-১৭ আসন থেকে জয়ী মোহাম্মদ আলী আরাফাতকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।