মন্ত্রিসভায় নতুন সদস্য হিসেবে স্থান পেয়েছেন যারা

মন্ত্রিপরিষদ বিভাগ
মন্ত্রিপরিষদ বিভাগ  © ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সদস্যরা শপথ নেবেন মন্ত্রিপরিষদের সদস্যরা। আজ বুধবার (১০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সদস্যদের নাম ঘোষণা করেন সচিব মাহবুব হোসেন।

এবার মন্ত্রিসভায় নতুন সদস্য হিসেবে স্থান পেয়েছেন একাধিক সংসদ সদস্য। তারা হলেন- কর্ণেল (অব.) মোহাম্মদ ফারুক খান, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোহাম্মদ এ আরাফাত, আবুল হাসান মাহমুদ আলী, মো. আব্দুস শহীদ, আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী, মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, নাজমুল হাসান পাপন, সামন্ত লাল সেন, কুজেন্দ্র লাল ত্রিপুরা, সিমিন হোসেন রিমি, মো. মহিবুর রহমান, রুমানা আলী, মো. শফিকুর রহমান চৌধুরী, আহসানুল ইসলাম টিটু ও নারায়ণ চন্দ্র চন্দ।

এছাড়া মধ্যে ইয়াফেস ওসমান এবং ডা. সামন্ত লাল সেন টেকনোক্রেট মন্ত্রী হিসেবে শপথ নেবেন।


সর্বশেষ সংবাদ