ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ২ ঘণ্টায় ১৫৬ ভোট

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এক কর্ককর্তা
ঢাকা সিটি কলেজ কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এক কর্ককর্তা  © টিডিসি ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। আজ সকাল থেকে শুরুর দু’ঘণ্টায় ১৫৬টি ভোট পড়েছে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে।

কেন্দ্রের তিনজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, দু’ঘণ্টায় তিনটি বুথে যথাক্রমে ৪৬, ৫৪ ও ৫৬টি ভোট পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ সংখ্যা বাড়বে।

এদিকে সরেজমিনে গিয়ে সংরক্ষিত এলাকায় কয়েকজন নারীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে কারও সঙ্গে এনআইডি কার্ড ছিল না। তারা ভুল করে এনআইডি আনেননি বলে জানান। এরপর সেখান তাদের সরিয়ে দেওয়া হয়।

আরো পড়ুন: ৩০০ আসনের মধ্যে ভোটগ্রহণ চলছে ২৯৯ আসনে

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, ভুলে ওই নারীরা চলে আসে। পরে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। কোনও ধরনের সমস্যা হয়নি।

এদিকে ঢাকা-৮  আসনের নিধু স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দু’ঘণ্টায় ৮১ ভোট পড়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence