মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, সহস্রাধিক ঘর পুড়ে ছাই

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে  © সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। রবিবার (৭ জানুয়ারি) রাত ১টার দিকে উখিয়া ৫নং ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কক্সবাজার ফায়ার স্টেশনের ইনচার্জ অতিশ চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১টার দিকে ক্যাম্পে আগুন লাগে। এরপরই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে প্রায় এক হাজারের বেশি ঘর পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

১৪ আমর্ড পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল জানান, আগুনের উৎপত্তি কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডটি পরিকল্পিত নাকি দুর্ঘটনা সেই রহস্য উদঘটানে তৎপরতা অব্যাহত আছে। ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা অবস্থান করছেন।


সর্বশেষ সংবাদ