প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বরিশাল জুড়ে কঠোর নিরাপত্তা

২৯ ডিসেম্বর ২০২৩, ১১:০৪ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
প্রধানমন্ত্রীর সমাবেশস্থল

প্রধানমন্ত্রীর সমাবেশস্থল © টিডিসি ফটো

আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী জনসভায় যোগ দিতে দীর্ঘ পাঁচ বছর পর বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান মাঠে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জনসভা সফল করার লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আজ (২৯ ডিসেম্বর) বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সমাবেশস্থলের চারপাশে বাঁশ দিয়ে শক্ত বেষ্টনী গড়ে তোলা হয়েছে। নেতাকর্মীদের সমাবেশস্থলে ঢোকার জন্য পৃথক লেন তৈরি করা হয়েছে। মাঠে প্রবেশের সময় নেতাকর্মীদেরকে চেক করে অনুমতি দেওয়া হবে। নগরী বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, নগরীর প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। মোড়ে মোড়ে পুলিশ, র‌্যাব, গোয়েন্দা পুলিশ, টহল পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এদিকে র‌্যাবের বিশেষ টিম প্রতিনিয়ত নগরীর বিভিন্ন স্থানে টহল জোরদার করেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির বিপিএম-সেবা পিপিএম বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে নগরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পুলিশ, গোয়েন্দা পুলিশ, টহল পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন মাঠে রয়েছে।

তিনি আরো বলেন, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচি সম্পন্ন করা হবে। এজন্য নগরবাসীর সহযোগিতা চান পুলিশ কমিশনার।

পুলিশ কমিশনার বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা সমন্বয় করে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। তাদের তত্ত্বাবধানে ও পরামর্শক্রমে পুলিশ বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে। এসএসএফ, পিজিএফ, সাদা পোশাকের পুলিশ, ইউনিফর্মের পুলিশ, গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তায় আর্চওয়ে, ক্লোজ সার্কিট ক্যামেরা, ড্রোনসহ প্রযুক্তিগত সবকিছু যুক্ত থাকবে। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা নিরাপত্তা পরিকল্পনা নিচ্ছি। শুধু জনসভা স্থলেই পুলিশ থাকবে না, পুরো শহরকে একটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে।

উল্লেখ্য, দুপুর ২টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জনসভায় ১০ লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদী আওয়ামী লীগ নেতা কর্মীরা।

‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাটারি ও মোবাইল উৎপাদনে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: …
  • ৩০ জানুয়ারি ২০২৬
আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬