রোগীর সেবায় বিঘ্ন ঘটিয়ে নানকের নির্বাচনী সভায় চিকিৎসক-নার্সরা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৫১ PM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৮:০৭ PM
ঢাকা-১৩ আসনে অবস্থিত জাতীয় হৃদ্রোগ হাসপাতালে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ রয়েছে নানকের আগমনকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসক-নার্সরা নানকের নির্বাচনী সভায় যোগ দেয়। এর ফলে ভোগান্তিতে পড়েন হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা।
বৃহস্পতিবার সকাল ১০টায় জাহাঙ্গীর কবির নানক হাসপাতালে প্রবেশ করে। এ সময় গেটে রোগী ও রোগীর স্বজনদের জটলা তৈরি হয়।
হৃদ্রোগ হাসপাতালের রোগীদের ভিড় ঠেলে চিকিৎসকেরা নৌকার প্রার্থীকে নিয়ে যান হাসপাতালের দক্ষিণ ব্লকের আটতলার কনফারেন্স রুমে। সেখানে নানকের নির্বাচনী সভা আয়োজনে আগে থেকেই সব প্রস্তুত ছিল।
জানা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষ আগের দিন অর্থাৎ গতকাল বুধবার সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা, সেবক-সেবিকা ও কর্মচারীদের নির্বাচনী সভায় যোগ দেওয়ার নির্দেশ দেয়।
প্রায় ঘণ্টাব্যাপী চলা এই নির্বাচনী সভার কারণে হাসপাতালে আসা রোগী ও রোগীর স্বজনেরা ভোগান্তির মুখে পড়েছেন।
হাসপাতালে নির্বাচনী সভার আয়োজন ও তাতে সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা, সেবক-সেবিকা ও কর্মচারীদের যোগ দেওয়ার বিষয়টি নীতি ও বিধিসম্মত কিনা জানতে চাইলে সরাসরি প্রশ্নের উত্তর দেওয়া এড়িয়ে যান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির।