মাশরাফির আসনে নৌকা চান ২৪ নেতা

২৩ নভেম্বর ২০২৩, ০১:১৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১০ PM
মাশরাফি

মাশরাফি © ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল) আসনে মাশরাফি বিন মর্তুজা ছাড়াও আওয়ামী লীগের নৌকা প্রতীক পেতে মনোনয়ন ফরম কিনেছেন ২৪ জন। জাতীয় দলের সাবেক অধিনায়কের আসনে এত প্রার্থী মনোনয়ন ফরম কেনায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত চার বছরে মাশরাফি সাধারণ মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। নানা ভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন। এলাকায় তার জনপ্রিয়তাও ব্যাপক। তবে এই চার বছরে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সেভাবে চলাফেরা করেননি। সেজন্য দলটির অনেক নেতাকর্মী তার উপর অসন্তুষ্ট। সেজন্য বিপুল সংখ্যক নেতা মনোনয়ন ফরম কিনেছেন।

জানা গেছে, নড়াইল পৌরসভা ও সদর উপজেলার ৮টি ইউনিয়ন এবং লোহাগড়া উপজেলা নিয়ে গঠিত ৯৪ নম্বর সংসদীয় আসন। এই আসন থেকে এবারও নৌকার টিকিট নিতে মনোনয়ন ফরম কিনেছেন মাশরাফি।

আরও পড়ুন: অস্তিত্বহীন বিশ্ববিদ্যালয়ে ২৬ হাজার কোটি টাকা অনুদানের দাবি নিয়ে ঘুরছেন রফিকুল

মাশরাফি ছাড়াও এই আসনের সংসদ সদস্য হতে যারা মনোনয়ন কিনেছেন তারা হলেন- জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা আ.লীগের সহ-সভাপতি এস এম আসিফুর রহমান বাপ্পি, মো. হাসানুজ্জামান, অ্যাডভোকেট আইয়ুব আলি, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাশিদুল বাশার ডলার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এ এম আবদুল্লাহ, নড়াইল পৌর আ.লীগের সভাপতি মলয় কুন্ডু, লোহাগড়া উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুর আমীর লিটু, লোহাগড়া উপজেলা আ.লীগ সভাপতি মুন্সী আলাউদ্দিন, আ.লীগ নেতা মো. হাবিবুর রহমান তাপস, কেন্দ্রীয় যুবলীগের সদস্য অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম, কাজী জাহিদুর রহমান, অ্যাডভোকেট ফারহানা রেজা পিউলী, ব্যারিস্টার আমিনুর রহমান আলামিন, শামীমা সুলতানা, জসিম উদ্দিন কনক, মনির হুসাইন, ড. কে এম সালাউদ্দিন, নজরুল মুন্সী, পলাশ হাজরা ও লায়ন নূর ইসলাম। আরও দু’জন অনলাইনে মনোনয়ন জমা দিয়েছেন তাদের নাম জানা যায়নি।

মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল বাশার ডলার গণমাধ্যমকে বলেন, ‘আশা করেছিলাম বর্তমান এমপি যেমন ক্রীড়া ক্ষেত্রে সফল হয়েছেন, তেমনি রাজনীতিতেও সফল হবেন। কিন্তু তা হয়নি। দলীয় নেতাকর্মী এবং জনগণ যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিলেন, তাদের সেই আশা পূরণ হয়নি। বিভিন্ন ক্ষেত্রে তাঁর ব্যর্থতা রয়েছে।’

এ বিষয়ে মাশারাফির ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬