অনুমতি ছাড়া কোচিং সেন্টারের ব্যানার টাঙানোয় নিষেধাজ্ঞা

ব্যানার ও ফেস্টুন টাঙানোয় নিষেধাজ্ঞা দিয়েছে রাসিক
ব্যানার ও ফেস্টুন টাঙানোয় নিষেধাজ্ঞা দিয়েছে রাসিক  © সংগৃহীত

শিক্ষানগরী অনুমতি ছাড়া কোচিং ও প্রাইভেট সেন্টারের ব্যানার ও ফেস্টুন টাঙানোয় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একইভাবে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণেও অনুমতি নিতে হবে। রাজশাহী সিটি করপোরশন (রাসিক) এ নিষেধাজ্ঞা দিয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন এ তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে নগরীর কোচিং ও প্রাইভেট সেন্টার মালিকদের নিয়ে এক মতবিনিময় সভা করা হয়। সভায় এসব নির্দেশনার কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, রাসিকের অনুমতি ব্যতীত নগরীতে কোনো প্রকার ব্যানার-ফেস্টুন টাঙানো যাবে না। ভর্তি সংক্রান্ত লিফলেট বা হ্যান্ডবিল বিতরণে অনুমতি নিতে হবে। নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন: প্রাথমিকে বৃত্তি কীভাবে দেওয়া হবে– এখনও সিদ্ধান্ত হয়নি

কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স ও রেজিস্ট্রেশন হালনাগাদ করতেও অনুরোধ জানানো হয় সভায়। রাজশাহীর পরিবেশকে সুন্দর রাখতে সবার সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।


সর্বশেষ সংবাদ