অনলাইনে শার্ট অর্ডার করে ত্যানা পেলেন আনিসুল হক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ১০:৫৬ AM , আপডেট: ১৭ নভেম্বর ২০২৩, ১১:০৩ AM
অনলাইনে শার্ট অর্ডার করে ‘ত্যানা’ পাওয়ার অভিযোগ করেছেন দেশের জনপ্রিয় লেখক ও সাংবাদিক আনিসুল হক। এর আগেও একাধিকবার এ ধরনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, এরপর থেকে তিনি আর অনলাইনে কেনাকাটা করবেন না।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তিনি এসব কথা জানান। তার ওই পোস্টে এখন পর্যন্ত প্রায় ২০০ জন ব্যবহারকারী মন্তব্য করেছেন। তাদের অনেকেই আনিসুল হকের মতো অনলইনে কেনাকাটা নিয়ে নিরাশা হওয়া ও হতাশার কথা জানিয়েছেন।
আনিসুল হক ফেসবুকে লিখেছেন, ‘‘ফেসবুকে শার্টের সুন্দর ছবি দেখে অর্ডার দিলাম। এলো ত্যানা। এর আগে দুজনে অন্তত ১০ বার ঠকেছি। আর কোনোদিন দেশে অনলাইনে কেনাকাটা করব না, না, না...।’’
আরও পড়ুন: অনলাইন কেনাকাটা নিয়ে ৭ নির্দেশনা বাণিজ্য মন্ত্রণালয়ের
লেখক আনিসুল হকের ওই পোস্টে এখন পর্যন্ত প্রায় দেড় হাজার মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছেন। মন্তব্যের ঘরে একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়ে ইয়াসীর আহমেদ লাভলূ নামে একজন ব্যবহারকারী লিখেছেন, মনে শান্তি পাইলাম স্যার, ভাবছিলাম আমিই একমাত্র ভুক্তভোগী।
তিনি লিখেন, অনলাইনে স্যামসাং ৮+ ফোন অর্ডার করে খুবই নিম্ন মানের একটি চায়না ফোন পেয়েছিলাম। তাও অগ্রীম টাকা দিয়ে পেমেন্ট করতে হয়েছিল। করোনার সময়ে আমার সঙ্গে এমনটা হয়েছে।
আরিফ হোসাইন নামে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘‘আমাদের দেশে অনলাইন মার্কেটিংয়ে বিশাল সম্ভাবনা রয়েছে। সেটা কিছু প্রতারকের কারণে একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে। আমার নিজেরও বিশ্বাস উঠে গেছে ওদের উপর থেকে। তবে ব্যতিক্রম কিছু প্রতিষ্ঠান এখনো আছে।’’