পিটার হাসের বাসায় আইএমএফ-বিশ্বব্যাংক কর্মকর্তারা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ০৪:২১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে যোগ দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের কর্মকর্তারা।
আজ বুধবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশানে পিটার হাসের বাসভবনে মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে যান কর্মকর্তারা।
জানা গেছে, মধ্যাহ্নভোজে যোগ দিয়েছেন আইএমএফ’র বাংলাদেশ কার্যালয়ের প্রধান জয়েন্দু দে, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক ও ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সোলেইমান সৌলিবালি এবং সিনিয়র ইকোনমিস্ট বার্নার্ড হ্যাভেন।