রাজধানীর তাঁতীবাজারে বাসে আগুন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ০৮:২৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৫ PM
রাজধানীর তাঁতীবাজার মোড়ে দিশারি পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে
তিনি বলেন, তাঁতীবাজার মোড়ে দিশারি পরিবহনের একটি বাসে আগুন লাগার খবরে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।