পিটার হাসকে পেটানোর হুমকি আওয়ামী লীগ নেতার

০৮ নভেম্বর ২০২৩, ১২:৪৩ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
আওয়ামী লীগ নেতা মুজিবুল হক চৌধুরী

আওয়ামী লীগ নেতা মুজিবুল হক চৌধুরী © সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশে পেটানোর হুমকি দিয়েছেন আওয়ামী লীগের এক নেতা। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী। সোমবার চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত হরতাল-অবরোধ বিরোধী সমাবেশে  চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী মার্কিন রাষ্ট্রদূতকে পিটুনি দেয়ার হুমকিদেন।

তিনি বলেছেন, ‘পিটার হাস বলেছে- এখানে সুষ্ঠু নির্বাচন হবে। এই পিটার হাস, আমরা খাই পাঁচ আঙ্গুলের ভাত। আর তুই খাস ফিডার। তুই হলি বিএনপি’র ভগবান। আর তোরে এমন পিটুনি দেবো...। বাঙালি কি ফাজিল তা তো জানোস না। তোরা বিএনপি-জামায়াতের ভগবান হতে পারবি। তবে আমাদের একটি... ছিঁড়তে পারবি না।’

মুজিবুল হক চৌধুরী বলেন, বিএনপি’র একজন ভাইস চেয়ারম্যান বললেন- পিটার হাস আমাদের জন্য ভগবান হয়ে এসেছেন। এদিকে আমরা পিটার হাসকে ভগবান মানি না, আমরা সৃষ্টিকর্তাকে ভগবান মানি। বিএনপি’র সঙ্গে এখন আবার যুক্ত হয়েছেন আরও একজন। তার নাম সুদি ইউনূস। যাকে আমরা ‘ডাক্তার ইউনূস’ বলি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশের মানুষ যখন বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে, তখন তারা বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। তারা গিয়ে জো বাইডেনের কাছে বসে আছে। আর এই জো বাইডেন শেখ হাসিনার থেকে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ চেয়েছিল। আমাদের নেত্রী বলেছে- আমি বঙ্গবন্ধুর মেয়ে। আমার ক্ষমতার দরকার নেই। আমি বাংলাদেশের সম্পদ বিক্রি করবো না। নেত্রী এই কথা বলার পর এখন বিএনপি এসে ধরেছে পিটার হাসকে। এই আমেরিকা স্বাধীনতা সংগ্রামের সময়ও বঙ্গবন্ধুর বিরোধিতা করেছিল।

তিনি আরও বলেন, এই মুহূর্তে সারা বিশ্বের মানুষ যখন ক্ষেপে গেছে ফিলিস্তিন ও ইসরাইলের প্রশ্নে, তখন এই বিএনপি-জামায়াত মুসলমানদের পক্ষে কথা বলেনি। এমনকি তারেক জিয়া বিভিন্ন মিডিয়ায় বলেছে- আমাদের মুসলমান দরকার নেই। আমাদের ক্ষমতার দরকার। ইহুদিরা অসন্তুষ্ট হবে, এজন্য তারা ফিলিস্তিনের পক্ষে কোনো কথা বলতে রাজি না।

এর আগে ‘ইভিএম না হলে আমি কাউকে খুঁজতাম না, ভোট আমিই মেরে দিতাম’, গত বছরের মে মাসে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে প্রকাশ্যে এমন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছিলেন মুজিবুল হক চৌধুরী। এরপর তিনি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় চাকরি, আবেদন স্নাতক পাসেই
  • ১২ জানুয়ারি ২০২৬
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ফের আবেদনের সুযোগ
  • ১২ জানুয়ারি ২০২৬
ট্রেনের শেষ বগি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ৮০ আসনে ভর্তি নেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়, শর্ত…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইসরায়েল স্বীকৃত 'সোমালিল্যান্ডকে' প্রত্যাখান বাংলাদেশের
  • ১২ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে ১২৬ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9