ঢাকা-কক্সবাজার রেলপথে ট্রেনযাত্রায় ভাড়া কত হবে

০২ নভেম্বর ২০২৩, ১২:১৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২০ PM
ঢাকা-কক্সবাজার রেলপথে ডিসেম্বর থেকে ট্রেন চলাচল শুরু হচ্ছে

ঢাকা-কক্সবাজার রেলপথে ডিসেম্বর থেকে ট্রেন চলাচল শুরু হচ্ছে © ফাইল ছবি

চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণকাজ শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পের উদ্বোধন করবেন আগামী ১১ নভেম্বর। ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এ জন্য ভাড়াও প্রস্তাব করা হয়েছে।

জানা গেছে, শুরুতে একটি ট্রেন চললেও পরে বাড়ানো হবে। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব ৫৫১ কিলোমিটার। নন-এসি বা শোভন চেয়ার ৫১৫ ও এসি ৯৮৪ টাকা ভাড়ার প্রস্তাব করা হয়েছে। ১৫ শতাংশ ভ্যাটসহ এসি সিটে ভাড়া হবে ১ হাজার ১৩২ টাকা। আর এসি কেবিনে ১ হাজার ৩৬৩ ও বার্থে ভাড়া হবে ২ হাজার ৩৬ টাকা।

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চালু হলে প্রতিমাসে প্রায় সাড়ে তিন কোটি টাকা রাজস্ব আয়ের আশা সংশ্লিষ্টদের। সূত্র জানায়, একটি ট্রেন ঢাকা থেকে রাত সাড়ে ১০টায় যাত্রা করবে। বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে বিরতি দিয়ে সকাল ৬টা ৪০ মিনিটে কক্সবাজারে পৌঁছাবে। পরে কক্সবাজার থেকে দুপুর ১টায় যাত্রা শুরু করে রাত ৯টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

আরো পড়ুন: অবরোধ শেষ হচ্ছে আজ, বিএনপি এরপর কী করবে

ট্রেনের সাপ্তাহিক ছুটি থাকবে মঙ্গলবার। এ রুটের ট্রেনের জন্য কয়েকটি নাম প্রস্তাব করেছে রেলওয়ে। এগুলোর মধ্যে রয়েছে- প্রবাল, হিমছড়ি, ইনানী, এক্সপ্রেস ও সেন্টমার্টিন এক্সপ্রেস। এর থেকে একটি বাছাই বা অন্য নাম দিতে পারেন প্রধানমন্ত্রী। ঢাকা থেকে যাত্রার সময় আসন থাকবে ৭৯৭টি। ফিরতি পথে থাকবে ৭৩৭টি।

বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে চবিতে শিবিরের ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, মধ্যরাতে ঢাবিতে বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে জবিতে বিক্ষোভ
  • ২৯ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে রাতে বিচারকের বাসভবনে ককটেল নিক্ষেপ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিপিএল মাতানো মার্কিন তারকাকে বহিষ্কার আইসিসির
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage