অবরোধ শেষ হচ্ছে আজ, বিএনপি এরপর কী করবে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ০৯:০৩ AM , আপডেট: ০২ নভেম্বর ২০২৩, ০৯:০৩ AM
বিএনপি-জামায়াতসহ বিরোধী দলগুলোর ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (২ নভেম্বর)। মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, মহাসচিবসহ নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং এক দফা দাবিতে বিএনপির এ কর্মসূচি ঘোষণা করে। পরে জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোও একই কর্মসূচি ঘোষণা করে। এবার আরও কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছে দলগুলো।
বৃহস্পতিবার ভোর থেকে তৃতীয় দিনের অবরোধ শুরু হয়েছে। তবে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর টহল রয়েছে সড়কে। আগে রোববার হরতালের পর তিনদিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাবের পাশাপাশি রয়েছে বিজিবি।
সংশ্লিষ্টরা বলছেন, বিএনপি এখন ‘ডু অর ডাই’ অবস্থানে রয়েছে। ফলে চূড়ান্ত আন্দোলন অব্যাহত রাখবে দলটি। অবরোধ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন কর্মসূচি নিয়ে আসছে বিএনপিসহ সমমনা ৩৭ দল। নেতাদের বরাতে শীর্ষ গণমাধ্যমগুলো জানিয়েছে, শুক্র ও শনিবার বিরতি দিয়ে রোববার থেকে টানা অবরোধের পাশাপাশি হরতালও দিতে পারে তারা।
আরো পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই গেটে তালা ছাত্রদলের
খবরে বলা হয়েছে, রোববার থেকে বৃহস্পতিবার টানা কর্মসূচি, নাকি সবার অসুবিধার কথা বিবেচনায় মাঝে বিরতি দেবে– তা নিয়ে আলোচনা চলছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়াল সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এর আগে গণতন্ত্র মঞ্চসহ সমমনা দলগুলোর মত নেওয়া হবে।
এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা গণতান্ত্রিক আদর্শের লড়াইয়ে পিছপা হবো না। আন্দোলন থামবে না।মামলা হবে, খুন করবে, গ্রেপ্তার করবে। তবে চলমান আন্দোলন আরও কঠোর হবে। এবার সরকারকে পদত্যাগে বাধ্য করবেন বলে আশা তার।