আগামী সপ্তাহে মাঠপর্যায়ে নির্বাচনী মালামাল পাঠানো শুরু

বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো।
বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো।   © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনীতির মাঠে উত্তেজনা-অনিশ্চয়তার মধ্যেই নির্বাচনের প্রস্তুতি এগিয়ে রাখছে নির্বাচন কমিশন (ইসি)। তারা আগামী সপ্তাহ থেকে মাঠপর্যায়ে নির্বাচনী মালামাল পাঠানো শুরু করবে। এ জন্য আঞ্চলিক, জেলা, উপজেলা ও থানা নির্বাচন অফিসের নিরাপত্তা চেয়ে চিঠিও দিয়েছে।

ইসির সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে কমিশন। চিঠির অনুলিপি পুলিশের মহাপরিদর্শককেও (আইজিপি) দেওয়া হয়েছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, যাবতীয় নির্বাচনী মালামাল কেনার টেন্ডার শেষ হয়েছে। মালামালগুলো আসতেও শুরু করেছে। কমিশনের অনুমোদন সাপেক্ষে আগামী সপ্তাহ থেকে এগুলো জেলায় জেলায় পাঠানো শুরু হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো ইসির চিঠিতে বলা হয়, নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা, ব্যালট বাক্স, ব্যালট পেপার ও বিভিন্ন প্রকারের অতিগুরুত্বপূর্ণ নির্বাচনী মালামাল ইসি সচিবালয়ের ১০টি আঞ্চলিক নির্বাচন অফিস, প্রতিটি জেলা, উপজেলা ও মেট্রোপলিটন এলাকায় থানা নির্বাচন অফিসে সংরক্ষণ করা হবে। জাতীয় নির্বাচনের আগে এসব অফিসের নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। জনস্বার্থে ও সংসদ নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে ইসি সচিবালয়ের মাঠপর্যায়ের অফিসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

এ ছাড়া এখন থেকে সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত মাঠপর্যায়ের সব অফিসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকেও চিঠি দিয়েছে কমিশন।


সর্বশেষ সংবাদ