ব্যারিস্টার সোলায়মান তুষার সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

ব্যারিস্টার সোলায়মান তুষার
ব্যারিস্টার সোলায়মান তুষার  © টিডিসি ফটো

ব্যারিস্টার সোলায়মান তুষার বাংলাদেশ সুপ্রিম কোর্টের নতুন আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। গত ২৩ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিল সুপ্রিম কোর্টের নতুন আইনজীবীদের তালিকা প্রকাশ করে।

ব্যারিস্টার তুষার ২০১৮ সালে ইংল্যান্ডের লিঙ্কন ইন্স থেকে বার এট ল'  ডিগ্রি অর্জন করেন। তিনি ইংল্যান্ডের সিটি ইউনিভার্সিটি (সিটি ল স্কুল) থেকে বার প্রফেসনাল ট্রেনিং কোর্স (বিপিটিসি) সম্পন্ন করেন। এর আগে ইংল্যান্ডের ইউনিভার্সিট অব ইস্ট লন্ডন থেকে এলএলবি অনার্স ও আন্তর্জাতিক আইনের ওপর  এলএলএম ডিগ্রি অর্জন করেন তুষার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ২০০৮ সালে অনার্স ও ২০০৯ সালে মাস্টার্স সম্পন্ন করেন।

সোলায়মান তুষার আইন পেশার পাশাপাশি লেখালেখির সাথে জড়িত। তাঁর লেখা গবেষণামূলক ইংরেজী বই ‘দ্য রোহিঙ্গা: আ লং হিস্ট্রি অব জেনোসাইড’ এবছর ফেব্রুয়ারিতে অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়। কারুবাক প্রকাশনী বইটি প্রকাশ করে।‌ এছাড়া তার লেখা ‘কলাম’ দেশীয় ও আন্তর্জাতিক সংবাদপত্রে নিয়মিত প্রকাশিত হয়।‌ তিনি এক দশকের বেশি সময় সাংবাদিকতায় জড়িত ছিলেন।‌ ব্যারিস্টার তুষার ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য।‌ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। লেখালেখি ও সাংবাদিকতার জন্য তিনি জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ পদক পেয়েছেন।
 
সোলায়মান তুষার ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ১১ নম্বর রাধাকানাই ইউনিয়নের পলাশতলী গ্রামের মরহুম আব্দুল কাসেম ও মরহুমা সখিনা খাতুনের ছেলে। সোলায়মান তুষার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস নিয়ে কাজ করতে আগ্রহী।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence