© সংগৃহীত
গত ২৮ জুলাই অনুষ্ঠিত আওয়ামী লীগের শান্তি সমাবেশে দুই পক্ষের সংঘর্ষে হাফেজ রেজাউল করিম (২১) নামে মাদ্রাসার এক শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করবে সর্বদলীয় ছাত্র ঐক্য। আগামীকাল বুধবার (১৬ আগস্ট) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন সর্বদলীয় ছাত্র ঐক্যের মুখপাত্র, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।
আরও পড়ুন: জাতীয় শোক দিবস আজ
উল্লেখ্য, গত ২৮ জুলাই অনুষ্ঠিত যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশে দুই পক্ষের সংঘর্ষে হাফেজ রেজাউল করিম নামে কওমি মাদ্রাসার ওই শিক্ষার্থী নিহত হয়। তিনি শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের আব্দুস সাত্তারের বড় ছেলে। সে যাত্রাবাড়ী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার ছাত্র। নিহত হাফেজ রেজাউল করিম হত্যাকাণ্ডের সময় অসুস্থ অবস্থায় তার বোনের বাড়ি থেকে চিকিৎসার জন্য যাচ্ছিল।