যে পথে ঘাতকের ট্যাঙ্ক সে পথে ‘আলোর মিছিল’ করবেন মুক্তিযোদ্ধার সন্তানরা

১৪ আগস্ট ২০২৩, ১১:২০ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১২ AM
সংসদ ভবনের সম্মুখে মানিক মিঞা এভিনিউ

সংসদ ভবনের সম্মুখে মানিক মিঞা এভিনিউ © ফাইল ছবি

যে পথে ঘাতকের ট্যাঙ্ক গিয়ে জাতির পিতাকে হত্যা করে জাতিকে অন্ধকারে নিমজ্জিত করেছে, সে পথে ‘আলোর মিছিল’ করবে বীর মুক্তিযোদ্ধার সন্তানরা। আজ সোমবার (১৪ আগস্ট) বিকেলে সংসদ ভবনের সম্মুখে মানিক মিঞা এভিনিউয়ের বীর মুক্তিযোদ্ধার সন্তানরা ৪৮টি মশাল নিয়ে এ কর্মসূচি পালন করবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  ‘জাতীয় কুলাঙ্গাররা’ ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। জাহাঙ্গীর গেইট দিয়ে মানিক মিঞা এভিনিউ হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে গিয়ে ঘাতকের ট্যাঙ্ক জাতির পিতাকে হত্যা করে বাঙালি জাতিকে অন্ধকারে নিমজ্জিত করে। যে পথে ঘাতকের ট্যাঙ্ক গিয়ে জাতির পিতাকে হত্যা করে জাতিকে অন্ধকারে নিমজ্জিত করেছে সে পথে আলো জ্বালাবে বীর মুক্তিযোদ্ধার সন্তানরা।

জাতির পিতার ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোমবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সংসদ ভবনের সম্মুখে মানিক মিঞা এভিনিউয়ের পূর্ব প্রান্তে বঙ্গবন্ধু স্কয়ারের সন্নিকটে টিএন্ডটি মাঠের সামনের যাত্রী ছাউনি থেকে বীর মুক্তিযোদ্ধার সন্তানরা ৪৮টি মশাল নিয়ে ‘আলোর মিছিলের’ যাত্রা শুরু করবে। মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি সাংবাদিক মো. সাজ্জাদ হোসেন।

বঙ্গবন্ধু হত্যা মামলা ও ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলাসহ অনেক আলোচিত মামলার অন্যতম তদন্তকারী কর্মকর্তা সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাহার আকন্দ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাদাত হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পিযুষ বন্দোপাধ্যায়, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মিয়াসহ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন
শ্রেণি-পেশার নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থেকে আলোর মিছিল কর্মসূচির উদ্বোধন করবেন।

গাইবান্ধায় পোস্টাল ব্যালটের ৪৬ বাক্সে তালা, ১২ ফেব্রুয়ারি …
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের ‘ইউথ পলিসি টকে’ আমন্ত্রণ পেলেন না চবি ছাত্রদল…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিএনপি ক্ষমতায় আসলে ক্রিকেট বোর্ডের দুর্নীতি ও অনিয়মের সুষ্…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘মানবিক বিবেচনায়’ ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন হাইকোর্টে
  • ২৬ জানুয়ারি ২০২৬
সর্ব মিত্রের পদত্যাগ নিয়ে যা বললেন ডাকসু জিএস ফরহাদ
  • ২৬ জানুয়ারি ২০২৬