ব্রাহ্মণবাড়িয়ায় ‘রামদা’ দিয়ে লাঠিখেলা, আতঙ্কিত চোখে দেখছিলেন দর্শকরা

১৩ আগস্ট ২০২৩, ১২:২২ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১২ AM
ফেসবুকে ভাইরাল হওয়া রামদা দিয়ে লাঠিখেলার ছবি

ফেসবুকে ভাইরাল হওয়া রামদা দিয়ে লাঠিখেলার ছবি © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ দেশীয় অস্ত্র রামদা দিয়ে লাঠিখেলার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায় সাদা গেঞ্জি ও লুঙ্গি পরা দুই ব্যক্তি লাঠিখেলায় লাঠির পরিবর্তে রামদা নিয়ে অংশগ্রহণ করছেন। আর দর্শকেরা চোখেমুখে উত্তেজনা ও আতঙ্ক নিয়ে খেলা দেখছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার তেরকান্দা নুরুল ইসলামের বাড়িতে এ লাঠিখেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলার বিভিন্ন গ্রামের ১৫টি দল অংশ নেয়। কয়েকশ দর্শক খেলাটি উপভোগ করেন। 

স্থানীয় বাসিন্দাদের আয়োজনে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম খন্দকার ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিম খন্দকার। 

তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাঠিখেলার ছবি ভাইরালের পর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলায় রামদার ব্যবহার দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। এ নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন। যদিও খেলার পরিচালকের দাবি সেগুলো আসল রামদা ছিল না।

লাঠিখেলার পরিচালক হান্নান মিয়া রামদা দিয়ে লাঠিখেলার কথা স্বীকার করেন বলেন, এটা অরিজিনাল রামদা নয়। আমরা হালকা পাতলা করে খেলার জন্য বানিয়েছি। কোপ পড়লেও কিছু হবে না।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সরওয়ার উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বর্তমানে ট্রেনিংয়ে ভারতে আছেন বলে জানান। এসময় তিনি আরও বলেন, দেশে ফিরেই তিনি বিষয়টা দেখবেন।

বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, প্রতিবাদে বিক্ষোভের ডাক ডা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কারিগরি শিক্ষায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ড. …
  • ২৮ জানুয়ারি ২০২৬
স্বাধীনতাবিরোধী দল ধোঁকা দিয়ে ভোট নিয়ে উন্নয়নকে ব্যাহত করছ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক মুট কোর্টে টানা দ্বিতীয়বার সেরা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভাতা নয়, কর্মসংস্থানই যুবসমাজের প্রকৃত মুক্তি: ড. ব্যারিস্ট…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভয়ভীতি ও সন্ত্রাস দিয়ে দাড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না: প্র…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage