ডেঙ্গুজ্বরে প্রাণ গেল তরুণ চিকিৎসকের

ডা. দেওয়ান আলমিনা মিশু
ডা. দেওয়ান আলমিনা মিশু  © সংগৃহীত

হঠাৎ করেই ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে গেছে। প্রতিদিনই শনাক্তের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে হাসপাতালে ভর্তির সংখ্যাও। এবার এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আলমিনা দেওয়ান মিশু নামে এক তরুণ চিকিৎসকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) রাত সোয়া ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা অবস্থায় তিনি মারা যান।

ডা. আলমিনা দেওয়ান মিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ৩৯তম বিসিএস কর্মকর্তা। সর্বশেষ তিনি বাংলাদেশ শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইসিএমএইচ) গাইনি অ্যান্ড অবস বিভাগে রেসিডেন্ট (৩৯ ব্যাচ) হিসেবে অধ্যয়নরত ছিলেন।

মঙ্গলবার (৮ আগস্ট) এক শোকবার্তায় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ডা. আলমিনা দেওয়ান মিশুর আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। ডেঙ্গুতে তরুণ এই চিকিৎসকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৬৯ হাজার ৪৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৬ হাজার ৭২০ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৩২ হাজার ৭৬৩ জন।


সর্বশেষ সংবাদ