বিশ্ববিদ্যালয় থিয়েটার ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার বাংলাদেশের

২৯ জুলাই ২০২৩, ১০:৩০ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বিশ্ববিদ্যালয় থিয়েটার ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিল বাংলাদেশ

বিশ্ববিদ্যালয় থিয়েটার ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিল বাংলাদেশ © সংগৃহীত

৩৫তম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থিয়েটার ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিল বাংলাদেশ। মরোক্কোর কাসাব্লাঙ্কায় এ আয়োজন করা হয়। এতে বাংলাদেশের মৌসুমি মৌ পুরস্কারটি জিতে নিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইম অ্যাকশন (ডিইউএমএ) এ প্রতিযোগিতায় অংশ নেয়। ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের সহকারী অধ্যাপক শান্তা তাওহীদা। তিনি ফেস্টিভ্যালে বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন। মৌসুমির সাফল্যের জন্য তাকে শুভেচ্ছ জানিয়েছেন তিনি।

মরোক্কোতে পারফর্ম করা নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন জানিয়ে মৌসুমি মৌ ফেসবুকে লিখেছেন, শান্তা তাওহীদা ম্যাম আমাদের দলপ্রধান সবসময়ই সাহস দিয়েছেন। আমরা অনেক জ্বালিয়েছি তাকে, কথা শুনিনি। তিনি জোর করে বসে থেকে বারবার রিহার্সাল করতে বাধ্য করেছেন। মীর ভাই, শাওন ভাই সবসময়ই বলেছেন আমাদের পারফরম্যান্স খুব ভালো হবে।

পারফরম্যান্স শেষ করে যখন পরবর্তী ভেন্যুতে গেলাম তখন Professor Dr. Khalid Lahlou, Hassan II University of Casablanca এগিয়ে এসে বললেন, ‘such a brilliant actress you are.’ ।আমি মাথা নুইয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতেই মীর ভাই আমাকে নিয়ে বিরাট প্রশংসা শুরু করে দিলেন। আমার মতো ছোট মানুষের জন্য এগুলো ভীষণ ভালো লাগার। মীর ভাই, শাওন ভাই প্রত্যকের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। সবাই আলাদা করে ডেকে নিয়ে তাদের প্রশংসা করেছে।

শান্তা আপু লাইট করেছেন, প্রতিটি স্কেচ নিয়ে বর্ণনা করেছেন সঞ্চালনার দায়িত্ব ছিল তার। খুব প্রেসার গেছে তার ওপর। খন্দকার ভাই সাউন্ড করেছেন। ঘুমানোর সুযোগ পাননি। আমাদের সোহান এবার প্রথম বিদেশের এতো বড় মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়েছে। সোহানসহ সবাই আমরা আমাদের সেরাটা দিয়েছি। আমাদের প্লাস পয়েন্ট ছিল আমরা এমন ভাষায় অভিনয় করেছি যা সবার বোধগম্য। মূকভাষায় অভিনয় বা কথা না বলে যে অভিনয় সেটা সবাই বুঝতে পারে। তাই অংশ নেয়া প্রতিটি দেশ আমাদের ৪ টি গল্প বুঝে মন্তব্য করেছে।

আলহামদুলিল্লাহ পুরো কাসাব্লাঙ্কাজুড়ে বাংলাদেশ এখন বহুল উচ্চারিত একটি নাম। ইতালিয়ান, ফ্রেন্স, মরক্কান, জার্মানরা আমাদেরকে এখানে মূকাভিনয়ের, থিয়েটারের মানুষ হিসেবে কদর করছে সর্বোচ্চ সম্মানের সাথে, বিশেষ করে প্রদর্শনী শেষে। এখন পর্যন্ত বিদেশের মাটিতে আমার এবং আমাদের টিমের শিল্প জীবনের সেরা পারফরম্যান্স এই উৎসবে।

মৌসুমি মৌ দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠান উপস্থাপক হিসেবে কাজ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইম অ্যাকশনের সঙ্গেও যুক্ত রয়েছেন। তার এ সাফল্যে অনেকে প্রশংসা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

আসছে নতুন রাজনৈতিক প্লাটফর্ম, নেতৃত্বে কারা ?
  • ১৩ জানুয়ারি ২০২৬
শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর
  • ১৩ জানুয়ারি ২০২৬
শাকসু বন্ধ করার অপপ্রয়াস ছাত্র সমাজ মেনে নেবে না: ইসিকে ডাক…
  • ১৩ জানুয়ারি ২০২৬
নিকাব ইস্যুতে বিএনপির দলীয় অবস্থান স্পষ্টের আহ্বান আপ বাংল…
  • ১৩ জানুয়ারি ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন কাতারে, আবেদন ১৫ জানুয়ারি পর্যন্ত
  • ১৩ জানুয়ারি ২০২৬
ঘুড়ি-ফানুসের বর্ণিল আয়োজনে প্রস্তুত নগরবাসী
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9