কাল নয়, শুক্রবারে বিএনপির মহাসমাবেশ নয়াপল্টনে

বিএনপি
বিএনপি  © ফাইল ছবি

আগামীকালকের মহাসমাবেশ একদিন পর করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৮ জুলাই (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিনে দুপুর ২টায় নয়াপল্টনে পূর্ব ঘোষিত মহাসমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দিয়ে শান্তিপূর্ণভাবে তা সফল করার জন্য নেতাকর্মীদের আহবান জানিয়েছে দলটি। 

বুধবার (২৬ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে এই ঘোষনা দিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এসময় বিএনপি মহাসচিব বলেন, ‘অনির্বাচিত ও অবৈধ ক্ষমতাসীন সরকারের সীমাহীন দূর্নীতি, অনাচার, গুম, খুন, অত্যাচার নিপীড়নের শিকার আমাদের প্রিয় মাতৃভূমির জনগণের রক্তার্জিত স্বাধীনতার সুবর্ণ ফসল গণতন্ত্র পূণঃরুদ্ধারের চলমান আন্দোলন আজ এক দফার আন্দোলনে পরিণত হয়েছে।’

আরও পড়ুনঃ নয়াপল্টন-সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পাচ্ছে না বিএনপি

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে এই মহাসমাবেশ অনুষ্ঠানের কথা গত ২৩ জুলাই ঢাকা মহানগর পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করেছি। মহানগর পুলিশ কর্তৃপক্ষ আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে উচ্চ আদালতের আপত্তি এবং কর্ম দিবসে নয়াপল্টনে মহাসমাবেশ অনুষ্ঠানে জনদূর্ভোগের অজুহাতে সমাবেশ অনুষ্ঠানে আপত্তি জানিয়েছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি বরাবরই শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী বিধায় সরকার ও সরকার দলীয় বিভিন্ন বাহিনীর নানা উষ্কানি এমন কি গত প্রায় এক বছরে ২০ জন নেতা-কর্মীর হত্যা ও অসংখ্য নেতা-কর্মী নির্যাতিত হওয়ার পরেও সীমাহীন ধের্য্য ও সহিষ্ণুতার পরিচয় দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি দেশে গণতন্ত্র পূণঃপ্রতিষ্ঠার লক্ষ্যে চলমান গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসাবে আয়োজিত এই মহাসমাবেশ অনুষ্ঠানে সরকার কিম্বা সরকারের কোন প্রতিষ্ঠান বাধা সৃষ্টি করবে না। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আয়োজিত যেকোন গণতান্ত্রিক কর্মসূচী বাধাগ্রস্থ করার যেকোন অপচেষ্টা দেশবাসী প্রকৃত পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাধা সৃষ্টি হিসাবেই দেখবে এবং এমন অপচেষ্টায় নিয়োজিতদের গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টিকারী হিসাবেই গণ্য করবে।’


সর্বশেষ সংবাদ