রাজধানীতে ১৪ তলা থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ  © ফাইল ফটো

রাজধানীতে একটি ভবনের ১৪ তলা থেকে পড়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে রমনা থানার নিউ ইস্কাটন রোডের স্বপ্নধারা ১৪-বি ভবনে এই ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থীর নাম ফারজানা আক্তার মালা (২১)। ফারজানা পটুয়াখালীর কলাপাড়া থানার কাটুয়া গ্রামের মো. আনোয়ার ইসলামের সন্তান। তিনি সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থী ছিলেন।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আমেনা বেগম জানান, বিকেলে খবর পেয়ে নিউ ইস্কাটন রোডের একটি ভবনের নিচতলা থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, স্বজনের কাছ থেকে জানতে পেরেছি ঘটনার আগে তার রুমে তার ভাই ছিলেন। কিছুক্ষণ পরে ভাইকে রুম থেকে বের করে দিয়ে ওই ভবনের ১৪ তলা থেকে লাফিয়ে পড়েন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


সর্বশেষ সংবাদ