নিরাপদ সড়ক নিশ্চিতে ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানববন্ধনে শিক্ষার্থীরা
মানববন্ধনে শিক্ষার্থীরা  © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে নিরাপদ সড়কের পাঁচ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রোববার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত টঙ্গীর কলেজ গেট এলাকায় তাঁরা এ কর্মসূচি পালন করেন। কর্মসূচি পালনের সময় বাসের ধাক্কায় এক শিক্ষার্থী আহত হয়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- টঙ্গীর কলেজ গেট এলাকায় রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং দেওয়া, পদচারী-সেতু নির্মাণ, কলেজ গেট এলাকায় স্থায়ীভাবে ট্রাফিক পুলিশ নিয়োগ, তিতুমীর কলেজের ছাত্র ফাহিম নিহতের ঘটনায় জড়িত জলসিঁড়ি পরিবহনের চালক ও তাঁর সহকারীর ফাঁসি এবং পদচারী-সেতু না হওয়া পর্যন্ত বিআরটি (বাস র‍্যাপিড ট্রানজিট) লেনে যান চলাচল বন্ধ রাখা।

আরও পড়ুন: সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

শিক্ষার্থীদের এই কর্মসূচি পালনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশের সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। তাতে মহাসড়কে যানবাহনের সারি প্রায় এক কিলোমিটার দীর্ঘ হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, কলেজ গেট এলাকায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে কয়েক হাজার শিক্ষার্থীকে রাস্তা পার হতে হয়। কিন্তু রাস্তা পারাপারে নেই কোনো নিরাপদ ব্যবস্থা। রাস্তা পার হতে গিয়ে প্রায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। মারাও যাচ্ছে কেউ কেউ। তাই যেকোনো মূল্যে এখানে রাস্তা পারাপারে নিরাপত্তা চান তাঁরা।

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, তাঁরা শিক্ষার্থীদের দাবিগুলো শুনেছেন। তাঁদের বুঝিয়ে শান্ত রাখা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের দাবি মেনে নিতে সংশ্লিষ্ট সবাই একমত হয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence