ডেঙ্গু ঝুঁকিতে রাজধানীর ৫৫ ওয়ার্ড
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ জুলাই ২০২৩, ০৬:৫০ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৩, ০৬:৫০ PM
রাজধানীর দুই সিটি করপোরেশনের ৫৫টি ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে। এই ওয়ার্ডের বাসিন্দাদের সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সভা কক্ষে ডেঙ্গু সংক্রমণের প্রি-মনসুন সার্ভের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
ফলাফলের তথ্য অনুযায়ী, ঢাকা উত্তর সিটির (ডিএনসিসি) ২৭টি ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে। এগুলো হলো- ২, ৩, ৫, ৬, ১০, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩৩, ৩৫, ৩৭ এবং ৩৮।
ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) মোট ২৭টি ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে। ওয়ার্ডগুলো হলো- ২, ৩, ৪, ৫, ৬, ৯, ১১, ১২, ১৩, ১৫, ১৬, ১৮, ১৯, ২২, ২৩, ২৬, ৩৩, ৩৪, ৩৬, ৪১, ৪৪, ৪৬, ৪৮, ৫০, ৫১, ৫৪, ৫৫ এবং ৫৬।
জরিপের ফল উপস্থাপন করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০ দশমিক ০৪ শতাংশ এবং দক্ষিণ সিটি করপোরেশনের ১৫ দশমিক ৪৭ শতাংশ বাড়িতে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার লার্ভা পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, আমরা ঢাকা উত্তর সিটির ৪০টি ওয়ার্ডে এবং দক্ষিণ সিটির ৫৮টি ওয়ার্ডে মোট তিন হাজার ১৪৯টি বাড়িতে সার্ভে করেছি। এরমধ্যে ৫৪৯টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।