নাটোরে স্কুলছাত্রীর আত্মহত্যা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ জুন ২০২৩, ০৭:৩৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
নাটোর জেলার বাগাতিপাড়ায় তিন্নি আক্তার (১৪) নামের নবম শ্রেনীর এক শিক্ষার্থী ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নিহত তিন্নি আক্তার ওই গ্রামের বেকারি ব্যবসায়ী নজরুল ইসলামের মেয়ে ও মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, বৃহস্পতিবার (২৯ জুন) দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে নিহত তিন্নি রাতের খাবার খেয়ে ঘুমানোর জন্যে তার রুমে চলে যায়।
আজ শুক্রবার (৩০ জুন) সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে অনুমানিক ৯টার দিকে নিহতের মা ঘরের সামনে গিয়ে ডাকাডাকি করেন। এ সময় কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে ঢুকে মেয়েকে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখেন।তার চিৎকার-চেঁচামেচিতে পরিবারের অন্য সদস্যরা এসে তার মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিন্নি নামের ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।