বিদ্যালয়ের বই বিক্রির প্রতিবাদে মানববন্ধন: প্রধান শিক্ষক শোকজ
- নেত্রকোনা প্রতিনিধি
- প্রকাশ: ২২ জুন ২০২৩, ০১:৫৫ PM , আপডেট: ২২ জুন ২০২৩, ০২:১৫ PM
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন বই ও অন্যান্য ভাঙ্গা আসবাবপত্র কেজি দরে বিক্রির সময় স্থানীয়রা প্রধান শিক্ষককে বাধা দেয়। এ সময় তারা বই ও অন্যান্য সামগ্রী জব্দ করে।
গত ২০ জুন বিকালের দিকে মাসকা বাজারে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় প্রধান শিক্ষককে শোকজ করেছে উপজেলা শিক্ষা অফিসার। ঘটনাটির প্রতিবাদে এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী।
জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বিদ্যালয় উন্নয়নের কথা বলে কমিটির সিদ্ধান্ত ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অনুমতি ছাড়াই ৭ মণ পুরাতন বই ও নির্মান সামগ্রী ১৪ হাজার ৭শ টাকায় বিক্রি করে দেন। মাসকা বাজারের ইজারাদার মো. বদরুল ইসলাম এ ঘটনা টের পেয়ে স্থানীয়দের সাথে নিয়ে বই ও অন্যান্য নির্মাণ সামগ্রী জব্দ করে উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট খবর পাঠান।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নূরুল ইসলাম ও উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মির্জা মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে পুরাতন বই ও অন্যান্য নির্মান সামগ্রী জব্দ করে উপজেলা শিক্ষা অফিসের গুদামে রাখেন।
আরও পড়ুন: নেত্রকোনায় সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে কলেজের টাকা আত্মসাতের অভিযোগ
এদিকে ঘটনার প্রতিবাদে ২১ জুন মাসকা বাজারে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তরা বলেন, অবিলম্বে এই দুর্নীতিবাজ প্রধান শিক্ষককে আইনের আওতায় এনে বিচার করতে হবে। অনিতবিলম্বে এই স্কুল থেকে প্রত্যাহার করার দাবি জানান এলাকাবাসী।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন পুরাতন অপ্রয়োজনীয় বই ও অন্যান্য নির্মান সামগ্রীর বিক্রিত টাকা বিদ্যালয়ের উন্নয়নের কাজে ব্যবহার করতে সরল মনে বিক্রি করেছি। তবে যারা আটক করেছেন, তারা বিদ্যালয়ের ছাত্র অভিভাবকও নন কমিটিরও সদস্য না। পূর্বশত্রুতার জেরে সমাজে আমাকে হেয় করার জন্য এ কাজটি করেছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নূরুল ইসলাম বলেন, পুরাতন বই ও অন্যান্য নির্মান সামগ্রী ১৪ হাজার ৭শ টাকায় বিক্রি করেছিলেন প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম। বই ও নির্মান সমাগ্রী বিক্রির ক্ষেত্রে অনুমতি নেয়ার দরকার থাকলেও তিনি অনুমতি না নিয়েই বিক্রি করেছেন। এটি তার অন্যায়। এজন্যই প্রধান শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। সাত কর্মদিসের মধ্যে উনাকে জবাব দিতে হবে।