রিকশা নিয়ে পদ্মা সেতুতে, নিরাপত্তা কর্মীর ধাওয়ায় নদীতে লাফ চালকের

পদ্মা সেতুতে রিকশা রেখে নদীতে ঝাঁপ
পদ্মা সেতুতে রিকশা রেখে নদীতে ঝাঁপ  © সংগৃহীত

নিরাপত্তা কর্মীদের ধাওয়া খেয়ে পদ্মা সেতুতে অটো রিকশা রেখে নদীতে ঝাঁপ দিয়েছে এক চালক। গতকাল রোববার (১৮ জুন) রাত দেড়টার দিকে সেতুর ১৮ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, ‘ধরা পড়ার ভয়ে’ নদীতে ঝাঁপ দিয়েছেন তিনি। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। এখনো পর্যন্ত সে চালকের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। 

জানা গেছে, রাত দেড়টার দিকে সেতুর দক্ষিণ পাড় থেকে অটো রিকশাটি দ্রুতগতিতে সেতুতে উঠে আসে। এসময় নিরাপত্তা রক্ষীরা টহলের গাড়ি নিয়ে অটোরিকশাটিকে থামাতে গেলে দ্রুত সেতুর ২১ নম্বর পিলারের নিকট চলে আসে। এসময় গাড়ি থামিয়ে রেলিংয়ে উঠে নদীতে ঝাঁপ দেন চালক। পরে সেতুর দক্ষিণ থানা পুলিশ, নৌপুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। তবে কি কারণে এ ঘটনা ঘটালো তা জানা যায়নি।

পদ্মা সেতুর দক্ষিণ থানার উপ-পরিদর্শক ফিরোজ আল মামুন বলেন, ‘আকস্মিক ঘটনাটি ঘটেছে। অটো রিকশা চালককে উদ্ধারে নৌপুলিশ কাজ করছে। গভীর রাতে এমন কান্ডে কেন ঘটিয়েছে তা জানা সম্ভব হয়নি।’

পদ্মাসেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এমারত হোসেন জানান, অটো রিকশাটি সেতুর মাওয়া প্রান্ত থেকে ২১ নম্বর পিলার পর্যন্ত চলে এসেছিল। সেতুর  নিরাপত্তাকর্মীরা খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই। সকালে ঢাকা থেকে ডুবুরি দল আসে। নদীতে উদ্ধার অভিযান এখনো চলছে, তবে  ওই চালকের খোঁজ এখনো মেলেনি।


সর্বশেষ সংবাদ