সড়ক দুর্ঘটনায় বানেশ্বর সরকারি কলেজছাত্রের মৃত্যু
- রাজশাহী প্রতিনিধি
- প্রকাশ: ০২ জুন ২০২৩, ০৮:৫১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সড়ক দুর্ঘটনায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি কলেজের এক শিক্ষার্থী নিহতে হয়েছে। নিহত মো. নাভিদ ইসলাম (১৭) একাদশ শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থী। আজ শুক্রবার (০২ জুন) সকালে ফুফাতো বোনের বাড়িতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
পবা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকাল ৭টার দিকে ঢাকা রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের নামাজগ্রাম ঢালান সংলগ্ন এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় গুরুতর আহত হন নাভিদ ইসলাম।
পরে আশপাশের লোকজন উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রাজধানীর শ্যামলীতে বহুতল ভবনে আগুন, নিহত ১
নিহত মো. নাভিদ ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন পরিষদের রঘুরামপুর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।
মৃতদেহটি নিহতের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোফাক্কারুল ইসলাম।