প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতা গ্রেপ্তার

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ  © ফাইল ছবি

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযুক্ত রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করেছে পুলিশ। এ সংক্রান্ত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টার দেক ভেড়ীপাড়া মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

প্রসঙ্গত, গত ১৯ মে সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। সে সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!