বিভিন্ন জেলায় কালবৈশাখী ও শিলাবৃষ্টির আভাস

  © ফাইল ছবি

দেশের ৫৮টি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৯ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, এ সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

এদিকে ফেসবুকে পোস্ট দিয়ে কক্সবাজার, বান্দরবন, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার সম্ভাবনা কম বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি লেখেন, আজ খুবই শক্তিশালি কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি হবে চট্টগ্রাম ও রংপুর ছাড়া অন্য সকল বিভাগে। আজ শনিবারের কালবৈশাখি ঝড়ের বজ্রপাতের কারণে দেশব্যাপী অনেক মানুষ মারা যাওয়ার আশংকা করছি।

তিনি আরও লেখেন, বাংলাদেশ বিমানবাহিনীর রাডারের ছবিতে যে পরিমাণ স্থানে শিলাবৃষ্টির হওয়ার প্রমাণ পাওয়া যাচ্ছে তাতে করে নিশ্চিত করে বলতে পারি ২০২৩ সালে এখনও এই পরিমাণ শিলাবৃষ্টি হয় নাই। অর্থাৎ, এই বছর কালবৈশাখী মৌসুমে আজকেই সর্বোচ্চ পরিমাণে শিলাবৃষ্টি হচ্ছে। 

 


সর্বশেষ সংবাদ