ঈদের দিন সড়ক দুর্ঘটনা কেড়ে নিল যুবকের প্রাণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ০৩:১০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৩ AM
রাজধানীর রামপুরায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মেহেদী হাসান (৩০)। শনিবার ঈদের দিন সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সিএনজিচালিত অটোরিকশার চালক খোকন জানান, সকাল ১১টার দিকে রামপুরায় বিটিভি ভবনের সামনে মেহেদী হাসানের মোটরসাইকেল ম্যানহোলের গর্তে পড়ে যায়। তখনই পেছন থেকে একটি গাড়ি তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন: ঈদের নামাজ নিয়ে সংঘর্ষে যুবক নিহত
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।